অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে হাইমচরে উন্নয়ন হবে কল্পনার বাইরে : বেজা চেয়ারম্যান

হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলার ৮হাাজর ২শত ১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই আলোকে ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় নীলকমল ইউনিয়নের প্রস্তাবিত বায়ারচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। পরিদর্শন কালে জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন এর সভাপতিত্বে বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে আগমন করে অর্থনৈতিক অঞ্চল ঘোষনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ৮হাজার ২শত ১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিানা সার্বিক মানুষের ভাগ্যের উন্নয়ন চান। তাই তিনি গ্রামের মত দূর্গম অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মানের মত বড় কাজ হাতে নিয়েছেন। চরের ভুখন্ডটি উপজেলার মূল ভ’খন্ড হতে বিচ্ছিন্ন যা একটি বিরাট চ্যালেঞ্জ। আপনাদের এখানে অর্থনৈতিক অঞ্চল হলে জীবন মানসহ সকল পর্যায়ে সার্বিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। দৃশ্যমান এমন উন্নয়ন হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ এলাকা এমন থাকবে না। গ্রাম হয়ে যাবে শহর, এখানে অর্থণৈতিক অঞ্চলের সাথে সাথে নদী বাঁধ নির্মানসহ শিল্প থানা, হাসপাতালসহ বড় বড় ব্রীজ নির্মান হবে। এর জন্য প্রয়োজন এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা। আগামী ২ মাসের মধ্যে এখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করবো বলে আশা করছি। এরজন্য এখানে অতিদ্রæত হাসপাতাল নির্মান, শিল্পাঞ্চল থানা, সরকারি রেস্ট হাউজ নির্মান করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, বেজা প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply