আ’লীগের মনোনয়ন পেলেন জহিরাবাদে সেলিম, সুলতানাবাদে হাবিবা
কামরুজ্জামান হারুন :
মতলব উত্তর উপজেলায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জহিরাবাদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন এর ছোট ভাই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সেলিম মিয়া।
জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস বাদলের মৃত্যুতে চেয়ারম্যান প্রার্থী শূন্য ঘোষণা করা হয়।
ফলে আগামী ২০ অক্টোবরের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম পাটোয়ারীর মেয়ে হাবিব ইসলাম সিফাত।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
ফলে আগামী ২০ অক্টোবরের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।