উপজেলা আ.লীগ নেতাকর্মীদের সাথে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক :
মতলব দক্ষিণে উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। এ সময় সঙ্গে ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, মন্ত্রীর একান্ত সচিব আ: আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, মতলব পৌর মেয়র আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়ের সময় নেতকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাধারণ মানুষকে দল থেকে বিচ্ছিন্ন করা যাবে না। দলীয় নেতাকর্মীদেরকে কর্মীবান্ধব হতে হবে। আপনাদের সকলের জন্য আমার দরজা খোলা। পরিকল্পনা অনুযায়ী আপনাদের পরামর্শ নিয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণকে সাজাতে চাই। আপনারা সবাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply