উপাদীর করবন্দে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মিজান পাটওয়ারী :
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ করবন্দে বিদ্যুৎ সংস্পর্শে ইন্তেকাল করেছেন সাজ্জাদ হোসেন বেপারী (২১) নামে এক নির্মাণ শ্রমিক। ইন্নালিলল্লাহি,,,,,,,, রাজিউন। সে দক্ষিণ পূর্ব করবন্দ আব্দুল হাই মেম্বার বাড়ীর কাশেম বেপারীর কনিষ্ট ছেলে। গতকাল ৯ জুন বুধবার সকাল সাড়ে ৯ টার সময় দক্ষিণ পশ্চিম করবন্দ বক্তার পাটওয়ারী বাড়ীতে রাজমেস্তুী কাজ করার সময় বিদ্যুতের সর্ট সার্কিটে জড়িয়ে ইন্তেকাল করেন। আশেপাশের লোকজন ও অন্যান্য মেস্তুরীরা জানান, রড কাটার সময় কাটার মেশিনের তাড় থেকে বিদ্যুতের সর্ট সার্কিটে আটকা পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, সাজ্জাদ এদিন ঐ বাড়ীর মাসুদ পাটওয়ারীর ঘর নির্মানের কাজে রড কাটার কাজ করতেছিলেন। সাজ্জাদ দুই ভাইয়ের মধ্যে ছোট। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। টগবগে উড়তি বয়সের যুবক সাজ্জাদের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের সহকর্মী ইয়াসিন জানান, তারা ৪ জন স্থানীয় পাটওয়ারি বাড়িতে তিনদিন যাবত নতুন বিল্ডিং নির্মাণের কাজ করছিল। ঘটনার দিন বুধবার সকালে তারা রড কাটতে সুইচ থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় হঠাৎ সাজ্জাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. ফরহাদ উল করিম জানান, হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply