কচুয়ার আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে ইউপি চেয়ারম্যান

কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের বরইগাঁও-শাহপুর গ্রামের সোমবার সন্ধ্যায় বিদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন কাদলা ইউনিয়ন চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু । আজ মঙ্গলবার দুপুরে কাঁদা-পানি উপেক্ষা করে নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু ও শুকনো খাবার বিতরণ করেন।
এময় ক্ষতিগ্রস্ত পরিবারে সাথে মুঠো ফোনে মাধ্যমে স্থানীয় সাংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস ও ধৈর্য ধরার পরামর্শ দেন।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জাহিদ হোসেন নয়ন, ইউপি সদস্য মো. ওমর ফারুক হোসেন কাদরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শফিউল্লাহ শফি, ইউনিয়ন যুবলীগ নেতা মো.আবু বকর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার কাদলা ইউনিয়ন বরইগাঁও গ্রামের শাহপুর বেপারী বাড়ির আলী আশ্বাদদের গৃহে উপরে বৈদ্যুতিক তারে একটি গাছ ভেঙ্গে পড়ে তাৎক্ষনিক গৃহে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গৃহে থাকা লোকজনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ও কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গৃহে থাকা নগদ ১লক্ষ ২০ হাজার টাকা ,প্রয়োজনীয় আসবাপত্র, ধান, চাল, পাট ও স্বর্নগয়না সব কিছু পুড়ে যায়।
এঘটনায় ক্ষতিগ্রস্থরা তাদের শেষ সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

শেয়ার করুন

Leave a Reply