কচুয়ায় করোনার নমুনা দিতে গিয়ে মতলবের নারীর মৃত্যু

ইব্রাহীম রনি :
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে এসে কামরুন্নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মতলব দক্ষিণ উপজেলার পদুয়া এলাকার মো. ছাত্তারের স্ত্রী।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ বলেন, পদুয়া এলাকাটি কচুয়ার সীমান্তবর্তী এলাকা। সেকারণেই তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করাতে আসেন।
তিনি বলেন, ওই নারীর জ্বর ছিল। সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে আসেন। নমুনা দিতে আসা ৭৭ জনের মধ্যে তার সিরিয়াল ছিল ১২ নম্বর। তিনি নমুনার ফরম পূরণ করে বসেছিলেন। সেখানে ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি ঘুরে পড়ে যান। পরে তাকে হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চেয়ারে বসা অবস্থাতেই মারা যান। পরে তার স্বজনরা মৃতদেহ নিয়ে যান।
তিনি বলেন, ওই নারী হৃদরোগে আক্রান্ত ছিলেন। করোনায় এতো দ্রুত মারা যাওয়ার কথা না।

শেয়ার করুন

Leave a Reply