কচুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ৩
কচুয়া সংবাদদাতা :
কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের হাটমুড়া এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ বাস ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে ১ব্যক্তি নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষীপুরের আল-আরাফাহ এক্সপ্রেস লি. বাস ও সাচারগামী সিএনজির সাথে হাটমূড়া নামক স্থানে এ সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে উপজেলার বারৈয়ারা গ্রামের চাঁন মিয়ার ছেলে কবির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। এসময় তার লাশ রাস্তায় পরে থাকতে দেখে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয় ।
স্থানীয়রা জানান, আল আরাফাহ (ঢাকা মেট্রো-ব ১৫-৭৮৪৩) বাসটি ঢাকা যাওয়ার সময় হাটমুড়া মোড়ে আসলে বিপরীত থেকে আসা সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী কবির হোসেন মারা যান। পরে ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় জনতা। এব্যাপারে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ীর এসআই মো.আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়। তবে খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বাসটি বেপরোয়া ভাবে চালানোর কারনে এই দুর্ঘটনা হয়েছে।