কচুয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কচুয়া প্রতিনিধি :
হাজীগঞ্জ-কচুয়া ভায়া কচুয়া সড়কের একের পর এক দুর্ঘটনা বেড়েই চলেছে। কোনো ভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। সোমবার কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় মো. দুলাল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
গতকাল সোমবার সকালে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। তিনি ওই মাইক্রোবাস চালকের সহযোগী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির যে অংশটি গাছের সঙ্গে ধাক্কায় সেখানে সহযোগী দুলাল মিয়া বসা ছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিদের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় তারা গাড়ি থেকে নেমে অন্য গাড়িযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবক ওই মাইক্রোবাস চালকের সহযোগী ছিল।