কচুয়া পৌরসভায় ভোটে লড়ছেন ৫৫ প্রার্থী

কচুয়া প্রতিনিধি :
কচুয়া পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারনা শেষ হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মাঠে রয়েছেন। সব মিলিয়ে আগামী দিন রবিবার দীর্ঘ প্রতিক্ষীত কচুয়া পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন ও ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর তা নিয়ে কৌতুহলী পৌরবাসী।
নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা পেয়েছেন নাজমুল আলম স্বপন, ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি প্রার্থী হুমায়ুন কবির প্রধান ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল পেয়েছেন টেলিফোন প্রতীক । সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে জোহরা খাতুন (জবা ফুল), ফেরদৌসী আক্তার (আনারস)। ২নং ওয়ার্ডে গাজী শাহীন (চশমা), বিলকিস বেগম (অটোরিক্সা), বিলকিছ আক্তার (জবা ফুল), রোকেয়া বেগম (আনারস)। ৩নং ওয়ার্ডে আমেনা বেগম (আনারস), পারুল আক্তার (চশমা)।
এছাড়া সাধারন সদস্য (কাউন্সিলর) পদে ১নং ওয়ার্ডে আব্দুল কাদের (ডালিম),বিল্লাল হোসেন (পানির বোতল),নজরুল ইসলাম (উট পাখি),রহমত উল্যাহ (ব্ল্যাকবোর্ড) ও শাহ আলম (পাঞ্জাবী)। ২নং ওয়ার্ডে আব্দুল মালেক (পানির বোতল),তাজুল ইসলাম রাজু (পাঞ্জাবী),মো: ইউসুফ আলী (ডালিম) ও মহসিন রেজা (উট পাখি)। ৩নং ওয়ার্ডে ফারুক হোসেন (ব্ল্যাকবোর্ড),মাহারুন আল মিলি (পানির বোতল),আব্দুস সালাম (টেবিল ল্যাম্প),ইউসুফ (উট পাখি),কামাল হোসেন গাজী (পাঞ্জাবী),শাহ এমরান খান (ব্রিজ) ও শাহাজাহান (ডালিম)। ৪নং ওয়ার্ডে ইঞ্জি. ফয়েজ আহমেদ (উট পাখি),মো: আবু সাঈদ (টেবিল ল্যাম্প),মোহাম্মদ কামরুজ্জামান (ব্রিজ),মো: জামাল হোসেন (পাঞ্জাবী),জাহাঙ্গীর আলম (ডালিম) ও দুলাল মোল্লা (পানির বোতল)। ৫নং ওয়ার্ডে আমিনুল হক (পাঞ্জাবী),মোহাম্মদ শাহজাহান (পানির বোতল),মো: আজাদ হোসেন (উট পাখি),মো: মকবুল হোসেন (ডালিম)। ৬নং ওয়ার্ডে মির্জা গোলাম মোর্শেদ সেলিম (ডালিম), আব্দুল মান্নান (উট পাখি),মো: এরশাদ প্রধান (পানির বোতল) ও শাহআলম (পাঞ্জাবী)। ৭নং ওয়ার্ডে ইয়াছিন মিয়া (পাঞ্জাবী),কামাল হোসেন অন্তর (উট পাখি),সেন্টু মজুমদার (পানির বোতল),হুমায়ুন কবির (ডালিম)। ৮নং ওয়ার্ডে মাসুদ আলম (পাঞ্জাবী),আবুল খায়ের (ডালিম),আব্দুল মমিন (উট পাখি) ও শরীফ আহমেদ মিয়া (ব্রিজ)। ৯নং ওয়ার্ডে আমিনুল হক (পানির বোতল),জাহাঙ্গীর আলম (টেবিল ল্যাম্প) মো: মোস্তফা কামাল (পাঞ্জাবী),মো: আবুল খায়ের (উট পাখি), হেদায়েত উল্যাহ (ব্ল্যাকবোর্ড) ও হারুন মিয়া (ডালিম)।

শেয়ার করুন

Leave a Reply