কচুয়া পৌর নির্বাচনে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

কচুয়া প্রতিনিধি :
কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এসময় কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচন উপলক্ষ্যে কচুয়ায় মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৮জন ও সাধারণ কাউন্সিলর ৪৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা পেয়েছেন নাজমুল আলম স্বপন, ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি প্রার্থী হুমায়ুন কবির প্রধান ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল পেয়েছেন টেলিফোন প্রতীক ।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে জোহরা খাতুন (জবা ফুল), ফেরদৌসী আক্তার (আনারস)। ২নং ওয়ার্ডে গাজী শাহীন (চশমা), বিলকিস বেগম (অটোরিক্সা), বিলকিছ আক্তার (জবা ফুল), রোকেয়া বেগম (আনারস)। ৩নং ওয়ার্ডে আমেনা বেগম (আনারস), পারুল আক্তার (চশমা)।
এছাড়া সাধারন সদস্য (কাউন্সিলর) পদে ১নং ওয়ার্ডে আব্দুল কাদের (ডালিম),বিল্লাল হোসেন (পানির বোতল),নজরুল ইসলাম (উট পাখি),রহমত উল্যাহ (ব্ল্যাকবোর্ড) ও শাহ আলম (পাঞ্জাবী)। ২নং ওয়ার্ডে আব্দুল মালেক (পানির বোতল),তাজুল ইসলাম রাজু (পাঞ্জাবী),মো: ইউসুফ আলী (ডালিম) ও মহসিন রেজা (উট পাখি)। ৩নং ওয়ার্ডে ফারুক হোসেন (ব্ল্যাকবোর্ড),মাহারুন আল মিলি (পানির বোতল),আব্দুস সালাম (টেবিল ল্যাম্প),ইউসুফ (উট পাখি),কামাল হোসেন গাজী (পাঞ্জাবী),শাহ এমরান খান (ব্রিজ) ও শাহাজাহান (ডালিম)। ৪নং ওয়ার্ডে ইঞ্জি. ফয়েজ আহমেদ (উট পাখি),মো: আবু সাঈদ (টেবিল ল্যাম্প),মোহাম্মদ কামরুজ্জামান (ব্রিজ),মো: জামাল হোসেন (পাঞ্জাবী),জাহাঙ্গীর আলম (ডালিম) ও দুলাল মোল্লা (পানির বোতল)। ৫নং ওয়ার্ডে আমিনুল হক (পাঞ্জাবী),মোহাম্মদ শাহজাহান (পানির বোতল),মো: আজাদ হোসেন (উট পাখি),মো: মকবুল হোসেন (ডালিম)। ৬নং ওয়ার্ডে মির্জা গোলাম মোর্শেদ সেলিম (ডালিম), আব্দুল মান্নান (উট পাখি),মো: এরশাদ প্রধান (পানির বোতল) ও শাহআলম (পাঞ্জাবী)। ৭নং ওয়ার্ডে ইয়াছিন মিয়া (পাঞ্জাবী),কামাল হোসেন অন্তর (উট পাখি),সেন্টু মজুমদার (পানির বোতল),হুমায়ুন কবির (ডালিম)। ৮নং ওয়ার্ডে মাসুদ আলম (পাঞ্জাবী),আবুল খায়ের (ডালিম),আব্দুল মমিন (উট পাখি) ও শরীফ আহমেদ মিয়া (ব্রিজ)। ৯নং ওয়ার্ডে আমিনুল হক (পানির বোতল),জাহাঙ্গীর আলম (টেবিল ল্যাম্প) মো: মোস্তফা কামাল (পাঞ্জাবী),মো: আবুল খায়ের (উট পাখি),হেদায়েত উল্যাহ (ব্ল্যাকবোর্ড) ও হারুন মিয়া (ডালিম)।
এদিকে পৌর নির্বাচনকে ঘিরে বিজয় নিশ্চিত করতে প্রতীক পাওয়ার পরপর ৩নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পাঞ্জাবী প্রতীকে ভোট চান উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন গাজী। একই ওয়ার্ডে তরুন যুবক মো: ইউসুফ উট পাখি প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। অন্য দিকে ওই ওয়ার্ডে পরিবারের ঐতিহ্য ধরে রাখতে বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন ব্ল্যাকবোর্ড প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন। অপর দিকে ২নং ওয়ার্ডে মো: ইউসুফ আলী ডালিম প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখিত ওয়ার্ড গুলোতে স্ব-স্ব পদে প্রার্থীরা ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply