করোনা সংক্রমণরোধে চাঁদপুরের ৮ থানার ১১৪ বিট পুলিশে একযোগে সচেতনতামূলক সভা

চাঁদপুর প্রতিদিন রিপোর্ট :
“মাস্ক পরার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ “ আইজিপি বেনজীর আহমেদের এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ৮ থানার পুলিশ করোনা প্রতিরোধ মূলক জনসচেতনতায় জোর তোর দিয়ে নেমে গেছে। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের নির্দেশনায় শনিবার ২৬ জুন সকালে চাঁদপুর জেলার ৮ টি থানা যথাক্রমে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ফরিগন্জ এবং হাইমচর থানা মিলে মোট ১১৪ টি বিটে করোনা ভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে জনসচেতনতামূলক সভা এবং “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী” পালন ও মাস্ক বিতরণ করা হয় । বিট অফিসাররা (এস আই) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, স্থানীয় জনপ্রতিনিধি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। পুলিশ জানায় শুধু আজই তারা প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করেছে। চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ জানান, করোনা প্রতিরোধে তো বেটেই, জনবান্ধব পুলিশিং গড়ে তোলার অভিপ্রায়ে এবং পুলিশের সাথে জনগণের মেলবন্ধন শতভাগ নিশ্চিত করে সেবার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে বিট পুলিশিং।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, আজ চাঁদপুরের সব থানা পুলিশ কাজটি সম্পাদন করেছে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সচেতনতামূলক আরো কিছু কথা বলা হয়েছে। তিনি জানান, আজকেসহ গত ক মাসে আমদের চাঁদপুরের পুলিশের পক্ষ থেকে প্রায় ৪০ হাজার মাস্ক জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে। আমাদের পুলিশ করোনা প্রতিরোধ করতে গিয়ে নিজেরাও আক্রান্ত হচ্ছে অনেক। কিন্তু তাই বলে তারা এই মহামারির এ সংকটময় মুহূর্তে মনোবল হারায়নি। পুলিশ সুপার আরো বলেন, আমাদের বিট পুলিশিং এর কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply