করোনা জয় করলেন কচুয়া থানার এএসআই আমজাদ হোসেন

মানিক ভৌমিক :
২২ দিন করোনার সাথে যুদ্ধ করে জয়ী হলেন বাক্ষ্মণবাড়ীয়ার কৃতি সন্তান কচুয়া থানায় কর্মরত এএসআই আমজাদ হোসেন। তিনি গত ২২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ দিন কচুয়া পৌর শহরের ভাড়া বাসায় হোম কোয়ারেন্টিনে থেকে গত ১৪ জুলাই করোনা জয় করেন।
এএসআই আমজাদ হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার শরীরে করোনা শনাক্তের পর প্রথমে মৃত্যুর ভয়ে খুব আতঙ্কে ছিলাম। কিন্তু ডাক্তাররা আমার শারীরিক অবস্থার ও খাবারের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেন এবং সাহস দেন। ডাক্তাররা আমাকে সবসময় হাসি খুশিতে থাকতে ও সবার সাথে খোশগল্প করার পরামর্শ দেন। আর তখন আমি বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছিলাম।
তিনি আরো বলেন, চিকিৎসার পাশাপাশি আমি গরম পানি, আদা লেবুর রং চা, গড়গড়া এসব পদ্ধতি যথারীতি নিয়মিত সেবন ও ব্যবহার করি। এর পাশাপাশি কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি) স্যার, আমার বন্ধু, আমার সহকর্মীরা সার্বক্ষণিক ফোন করে খোঁজ-খবর নেওয়ার পাশাপশি আমাকে উৎসাহ ও উদ্দীপনা দেন। আমি মনে করি আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা জয় করা সম্ভব।

শেয়ার করুন

Leave a Reply