কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মিজান পাটওয়ারী :
মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়েও আলোচনা সভা ও বিশেষ দোয়ার অনুষ্ঠান হয়েছে। গত১৫ আগস্ট রবিবার সকাল১০টায় বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়নের রাজনীতিবিদ ও শিক্ষকদের অংশ গ্রহনে আলোচনা সভায় বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতিক অবদান স্মৃতি চারনসহ ঐ কালো রাত্রীতে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর সাথে সাথে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাসান মাহমুদের কোরআন তেলোয়াতে ও সহকারী শিক্ষক মাওলানা মারুফ হোসেনের দোয়া পরিচালনায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য শাহাজাহান হাওলাদার সাজু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও উক্ত বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবুল বাশার রনি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, রৌশন আরা আক্তার, লুৎফুন নাহার, সুভাষ চন্দ্র, অফিস সহকারী নারায়ন চন্দ্র প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply