চাঁদপুরে অবৈধভাবে মাটি কাটায় ৮ জনকে এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মাটি সন্ত্রাস রুখতে অভিযান চালিয়েছে প্রশাসন। ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মেঘনাপাড়ের চরাঞ্চলে এ অভিযান চালান এসি ল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধুরী। অভিযানে আটক ৮ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন ইউএনও সানজিদা শাহনাজ।
তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করার অভিযোগে সদর থানা পুলিশের সহযোগিতায় চাঁদপুর সদরের এসি ল্যান্ড কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।