চাঁদপুরে আক্রান্ত ৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১২৯ জনের

সুস্থ ৫ হাজার ৪৭, চিকিৎসাধীন ৮২৫ জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৮ জুলাই বৃহস্পতিবার নতুন করে আরও ১০০ জনের করোনা সনাক্ত হয়েছে। ২৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ১০০ জনের রিপোর্ট পজেটিভ আসে। সনাক্তের হার ৪১.৩২ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, আরটি পিসিআর ল্যাবে টেস্ট রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে ১৮৮টি নমুনার মধ্যে ৭৯টি পজিটিভ এসেছে। আর র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্ট অনুযায়ী ৫৪টি নমুনার মধ্যে ২১ টি পজিটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৪ জন, হাজীগঞ্জে ১১ জন, শাহরাস্তিতে ৩১ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ৫ জন, হাইমচরে ১ জন, কচুয়ায় ২ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৯ জন। ৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৮ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৮৩০ জন, হাইমচরে ২৮৬ জন, মতলব উত্তরে ৩৩২ জন, মতলব দক্ষিণে ৫২৭ জন, ফরিদগঞ্জে ৬৫৫ জন, হাজীগঞ্জে ৬০১ জন, কচুয়ায় ২১৩ জন, শাহরাস্তিতে ৫৫৭ জন।
মৃত ১২৯ জনের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৫৭ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ৯৮২ জন আর নেগেটিভ ২৭ হাজার ৬৭৫ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮২৫ জন। এদের মধ্যে ২৯ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৭৯৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply