চাঁদপুরে আরও ১১১ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৭ আগস্ট সোমবার ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৮ জন, মতলব উত্তরে ৭ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ১০ জন, মতলব দক্ষিণে ১০ জন, শাহরাস্তিতে ২০ জন এবং হাইমচরে ২ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭২১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২০ জন। ১৭ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩১৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৭ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮১৩ জন, হাইমচরে ৭৬২ জন, মতলব উত্তরে ৮০৫ জন, মতলব দক্ষিণে ১১৯৯ জন, ফরিদগঞ্জে ১৫০৭ জন, হাজীগঞ্জে ১৩৯৭ জন, কচুয়ায় ৭১৫ জন, শাহরাস্তিতে ১৫২৩ জন।
মৃত ২২০ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৩ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৭৭৪ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ৭০২ জন আর নেগেটিভ ৪০ হাজার ৭২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৮৮ জন। এদের মধ্যে ৭৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২১১৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply