চাঁদপুরে আরও ১২৫ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১২৫ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৩ জুলাই সোমবার ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। জেলায় সনাক্তের হার ৫১.৬৫ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ জানায়, আরটি পিসিআর ল্যাব টেস্ট রিপোর্ট অনুযায়ী চাঁদপুরে ১২৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৯৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৫২ টি নমুনার মধ্যে ৩২টি রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সর্বমোট একদিনে সর্বোচ্চ ১২৫ জনের রিপোর্ট পজিটিভ এলো।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৬ জন, ফরিদগঞ্জে ১৩ জন, হাজীগঞ্জে ১১ জন, কচুয়ায় ৩ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ৭ জন, শাহরাস্তিতে ২৮ জন, হাইমচরে ৬ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫৫৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩৫ জন। ১৩ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১২ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০৭৭ জন, হাইমচরে ২৯৭ জন, মতলব উত্তরে ৩৪৭ জন, মতলব দক্ষিণে ৫৬৭ জন, ফরিদগঞ্জে ৭১৩ জন, হাজীগঞ্জে ৬৫৭ জন, কচুয়ায় ২৩২ জন, শাহরাস্তিতে ৬৩৫ জন।
মৃত ১৩৫ জনের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১০ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৭ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯১৭ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ৫৩৬ জন আর নেগেটিভ ২৮ হাজার ৩৮১ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৯২ জন। এদের মধ্যে ৪৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১১৪৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply