চাঁদপুরে আরও ১৪ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৯ জুন শনিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭ জন, মতলব দক্ষিণে ৩ জন, শাহরাস্তিতে ২ জন, হাজীগঞ্জে ১ জন এবং হাইমচরে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৬৩ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৪ জন। ১৯ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৫৪ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৯ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩৫৮ জন, হাইমচরে ২৫০ জন, মতলব উত্তরে ২৯৯ জন, মতলব দক্ষিণে ৪৫৭ জন, ফরিদগঞ্জে ৫৬৭ জন, হাজীগঞ্জে ৫০৬ জন, কচুয়ায় ১৭২ জন এবং শাহরাস্তিতে ৪৫২ জন।
মৃত ১২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৮৮৮ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৭৭৮ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ২৯ জন আর নেগেটিভ ২৫ হাজার ৭৪৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন। এদের মধ্যে ১৭ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৫৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply