চাঁদপুরে আরও ১৬২ জনের করোনা সনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে আরও ১৬২ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৮ জুলাই রোববার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৪ জন, হাইমচরে ১১ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ১৩ জন, মতলব দক্ষিণে ৬, শাহরাস্তিতে ২৯ জন, মতলব উত্তরে ২২ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ১৭৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৪ জন। ১৮ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৮ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩০২ জন, হাইমচরে ৩১৮ জন, মতলব উত্তরে ৩৭৫ জন, মতলব দক্ষিণে ৬৩৪ জন, ফরিদগঞ্জে ৭৯৭ জন, হাজীগঞ্জে ৭২২ জন, কচুয়ায় ২৪৯ জন, শাহরাস্তিতে ৭৭৭ জন।
মৃত ১৪৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৩ জন, ফরিদগঞ্জে ২৫ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ১৫ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৪৬৫ জনের। এর মধ্যে পজেটিভ ৭ হাজার ১১৫ জন আর নেগেটিভ ২৯ হাজার ৩১০ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৫৭ জন। এদের মধ্যে ৩৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৫২১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply