চাঁদপুরে আরও ১৬ জনের করোনাভাইরাস সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৬ জুন রোববার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাজীগঞ্জে ১ জন, ফরিদগঞ্জে ৪ জন এবং শাহরাস্তিতে ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৮১৬ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২২ জন। ৬ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪৩৭ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২২৩৪ জন, হাইমচরে ২৪১ জন, মতলব উত্তরে ২৯২ জন, মতলব দক্ষিণে ৪৩৭ জন, ফরিদগঞ্জে ৫৩৫ জন, হাজীগঞ্জে ৪৮৩ জন, কচুয়ায় ১৭১ জন এবং শাহরাস্তিতে ৪২২ জন।
মৃত ১২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ১৮ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৬৫০ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৫৪৭ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৭৭৩ জন আর নেগেটিভ ২৪ হাজার ৬৪৭ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন। এদের মধ্যে ৭ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply