চাঁদপুরে আরও ১৭ জন করোনা আক্রান্ত, ৬০০ ছাড়িয়েছে সদর উপজেলায়

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় আরও ১৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার জেলায় ৩১ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১৭ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ১৪ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৪ জন। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা ৬শ ছাড়িয়েছে।
এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৯৫৩ জন। আর মারা গেছেন ৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, শুক্রবার জেলায় রিপোর্ট আসা ৩১ জনের মধ্যে ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১০ জন, হাইমচর উপজেলায় ১ জন এবং ফরিদগঞ্জে ৬ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৬০৬, হাইমচরে ১১৭, মতলব উত্তরে ১৩১, মতলব দক্ষিণে ১৭৩, ফরিদগঞ্জে ১৮৩, হাজীগঞ্জে ১৫৩, কচুয়া ৭০ ও শাহরাস্তি ১৬১ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭১ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৬, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬ হাজার ২৫১ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬ হাজার ৪৮ জনের। পেন্ডিং আছে ২০৩ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ২৪ জুলাই নতুন করে সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়নি কেউ।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫৪৬ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫২৯ জন। বর্তমানে করোনা আক্রান্ত ১২ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৬৩৭ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৮৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫৫০ জন।

শেয়ার করুন

Leave a Reply