চাঁদপুরে আরও ১৭ জন করোনা আক্রান্ত, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় আরও ১৭ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ১৯ আগস্ট বুধবার চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ পিসিআর ল্যাব থেকে ৮৮ জনের নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়। এতে ১৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৬৪ জন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৩ জন।
১৯ আগস্ট নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ৪ জন এবং ফরিদগঞ্জের ৪৫ বছর বয়সী মৃত আব্দুল মান্নানসহ ২ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৮১৮, হাইমচরে ১৩৩, মতলব উত্তরে ১৭৭, মতলব দক্ষিণে ২২৪, ফরিদগঞ্জে ২৪১ জন, হাজীগঞ্জে ১৯০, কচুয়ায় ৮০ জন ও শাহরাস্তি ২০১ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭৬ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জে ১১, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৭, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

শেয়ার করুন

Leave a Reply