চাঁদপুরে আরও ১৯ জনের করোনা সনাক্ত, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১১ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাজীগঞ্জে ৫ জনজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৮ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৩ জন। ১৭ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ১৭ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩৪০ জন, হাইমচরে ২৪৯ জন, মতলব উত্তরে ২৯৭ জন, মতলব দক্ষিণে ৪৪৯ জন, ফরিদগঞ্জে ৫৬৬ জন, হাজীগঞ্জে ৫০৫ জন, কচুয়ায় ১৭২ জন এবং শাহরাস্তিতে ৪৪৯ জন।
মৃত ১২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৬৩৬ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৯৯৩ জন আর নেগেটিভ ২৫ হাজার ৬৪৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন। এদের মধ্যে ১৭ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৩৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply