চাঁদপুরে আরও ১৯ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সংগ্রহ করা ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, কচুয়ায় ৪ জন, হাইমচরে ১ জন, হাজীগঞ্জে ৩ জন, শাহরাস্তিতে ৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫৮৪ জন।
এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২০ জন। ২২ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২০১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২২ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২১১২ জন, হাইমচরে ২৩১ জন, মতলব উত্তরে ২৮৯ জন, মতলব দক্ষিণে ৪১১ জন, ফরিদগঞ্জে ৫০৩ জন, হাজীগঞ্জে ৪৬১ জন, কচুয়ায় ১৬৮ জন এবং শাহরাস্তিতে ৪০৬ জন।
মৃত ১২০ জনের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, ফরিদগঞ্জে ১৭ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩৮ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৭ হাজার ৮৯৬ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৫৪৬ জন আর নেগেটিভ ২৩ হাজার ৩৫০ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন। এদের মধ্যে ২২ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২২২ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply