চাঁদপুরে আরও ২২৫ জন করোনা আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে আরও ২২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৫ আগস্ট রোববার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।

স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১১৭ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ২৫ জন, মতলব দক্ষিণে ৪ জন, মতলব উত্তরে ১৬ জন, হাইমচরে ২ জন, কচুয়ায় ২৭ জন, শাহরাস্তিততে ৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০২ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৮ জন। ১৫ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪১৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

১৫ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৬৯৭ জন, হাইমচরে ৭৬০ জন, মতলব উত্তরে ৭৯৬ জন, মতলব দক্ষিণে ১১৮৫ জন, ফরিদগঞ্জে ১৪৭৫ জন, হাজীগঞ্জে ১৩৮৩ জন, কচুয়ায় ৭১১ জন, শাহরাস্তিতে ১৪৯৫ জন।

মৃত ২১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৮৩ জন, ফরিদগঞ্জে ৩৩ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাইমচরে ৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৬৯৫ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ৪৮৩ জন আর নেগেটিভ ৩৯ হাজার ২১২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬৬ জন। এদের মধ্যে ৬৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৭৯৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply