চাঁদপুরে আরও ২৬৭ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ২৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৪ আগস্ট শনিবার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭১ জন, ফরিদগঞ্জে ৩১ জন, হাজীগঞ্জে ৩০ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ৫৩ জন হাইমচরে ২৫ জন, কচুয়ায় ৪৩ জন, শাহরাস্তিততে ১৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন আরও ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৭৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৭ জন। ১৪ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১৪ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫৮০ জন, হাইমচরে ৭৫৮ জন, মতলব উত্তরে ৭৮০ জন, মতলব দক্ষিণে ১১৮১ জন, ফরিদগঞ্জে ১৪৪৮ জন, হাজীগঞ্জে ১৩৫৮ জন, কচুয়ায় ৬৮৪ জন, শাহরাস্তিতে ১৪৮৮ জন।
মৃত ২১৭ জনের মধ্যে সদর উপজেলায় ৮৩ জন, ফরিদগঞ্জে ৩২ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১২ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৫ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২২ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ২৯৪ জন আর নেগেটিভ ৩৮ হাজার ৭৬৪ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০০৭ জন। এদের মধ্যে ৯০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৯১৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply