চাঁদপুরে আরও ২৯২ জন করোনা আক্রান্ত, মৃত্যু ২
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে গত কয়েকদিন ধরেই প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২৯ জুলাই বৃহস্পতিবার ৬১১ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭৭ জন, ফরিদগঞ্জে ৪০ জন, হাজীগঞ্জে ৩৮ জন, মতলব উত্তরে ৪০ জন, মতলব দক্ষিণ ২, কচুয়ায় ১ জন, হাইমচরে ৩৯ জন শাহরাস্তিতে ৫৫ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৩৯৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬৫ জন। ২৯ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৫৯ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৯ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪১০৪ জন, হাইমচরে ৪৭০ জন, মতলব উত্তরে ৫২১ জন, মতলব দক্ষিণে ৭৮৮ জন, ফরিদগঞ্জে ১০৭৮ জন, হাজীগঞ্জে ৯৪১ জন, কচুয়ায় ৩৮০ জন, শাহরাস্তিতে ১১১৫ জন।
মৃত ১৬৫ জনের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, ফরিদগঞ্জে ২৭ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৬৫৭ জনের। এর মধ্যে পজেটিভ ৯ হাজার ৩৭৮ জন আর নেগেটিভ ৩২ হাজার ২৭৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭৩ জন। এদের মধ্যে ৯৭ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৫৭৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।