চাঁদপুরে আরও ৩০ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় আরও ৩০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার জেলায় ৭৮ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩০ জন পজেটিভ আর নেগেটিভ রিপোর্ট আসে ৪৮ জনের। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ জন।
এছাড়া এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ্য হয়েছেন ৮৫৮ জন। আর মারা গেছেন ৭১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, মঙ্গলবার জেলায় রিপোর্ট আসা ৭৮ জনের মধ্যে ৩০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন, মতলব উত্তর উপজেলায় ১ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ৩ জন, কচুয়ায় ১ জন, শাহরাস্তিতে ২ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৫৭৪, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১১০, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়া ৬৯ ও শাহরাস্তি ১৫৭ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭১ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৬, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ৯ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬ হাজার ১৩০ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ৯০২ জনের। পেন্ডিং আছে আরও ২২৮ জনের রিপোর্ট।
সিভিল সার্জন জানান, ২১ জুলাই একদিনে নতুন করে সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়েছেন আরও ২৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাইমচরে ৫ জন, হাজীগঞ্জে ৮ জন এবং ফরিদগঞ্জে ৬ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫৩০ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫১২ জন। বর্তমানে করোনা আক্রান্ত ১২ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৩৩৭ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৮২৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৫১৪ জন।

শেয়ার করুন

Leave a Reply