চাঁদপুরে আরও ৩৬ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৩০ মে রোববার ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৭ জন, হাইমচরে ১ জন, ফরিদগঞ্জে ৩ জন, হাজীগঞ্জে ৩ জন, শাহরাস্তিতে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭২৯ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২২ জন। ৩০ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩৪০ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৩০ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২১৯৫ জন, হাইমচরে ২৩৯ জন, মতলব উত্তরে ২৯২ জন, মতলব দক্ষিণে ৪২৬ জন, ফরিদগঞ্জে ৫২০ জন, হাজীগঞ্জে ৪৭২ জন, কচুয়ায় ১৬৯ জন এবং শাহরাস্তিতে ৪১৫ জন।
মৃত ১২২ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ১৮ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৯২১ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ৭৭২ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ৬৭৪ জন আর নেগেটিভ ২৪ হাজার ৯৮ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩১ জন। এদের মধ্যে ১২ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২১৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply