চাঁদপুরে আরও ৩৯ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৮ আগস্ট শনিবার ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৫ জন, মতলব উত্তরে ৪ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৮ জন। ২৮ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৬৭ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৮ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০৩০ জন, হাইমচরে ৮১৬ জন, মতলব উত্তরে ৮৬৯ জন, মতলব দক্ষিণে ১২৩৯ জন, ফরিদগঞ্জে ১৫৬৮ জন, হাজীগঞ্জে ১৪৫৮ জন, কচুয়ায় ৭৮৫ জন, শাহরাস্তিতে ১৫৭৪ জন।
মৃত ২২৮ জনের মধ্যে সদর উপজেলায় ৮৮ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৭ হাজার ২৭৫ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৩২০ জন আর নেগেটিভ ৪২ হাজার ৯৫৫ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৪৪ জন। এদের মধ্যে ৪৩ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৭০১ জন হোম আইসোলেশনে রয়েছেন।