চাঁদপুরে আরও ৪৫ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২২ আগস্ট রোববার ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৬ জন, মতলব উত্তরে ৩ জন, শাহরাস্তিতে ৫ জন, হাইমচরে ৭ জন, মতলব দক্ষিণে ৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৩ জন। ২২ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২২ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯২৮ জন, হাইমচরে ৮০১ জন, মতলব উত্তরে ৮৩৮ জন, মতলব দক্ষিণে ১২২৪ জন, ফরিদগঞ্জে ১৫৪৮ জন, হাজীগঞ্জে ১৪৩০ জন, কচুয়ায় ৭৫৯ জন, শাহরাস্তিতে ১৫৫২ জন।
মৃত ২২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ৬৪৩ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ৬১ জন আর নেগেটিভ ৪১ হাজার ৫৮২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪৯ জন। এদের মধ্যে ৬৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৪৮৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply