চাঁদপুরে আরও ৪৭৫ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল ২৬ এপ্রিল সোমবার সকালে পঞ্চম দফায় কর্মহীন ৪৭৫ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়। চাঁদপুর স্টেডিয়াম মাঠে অসহায় লোকদের হাতে এ সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
পঞ্চম দফায় ত্রাণ সহায়তা প্রাপ্তদের মধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের হটলাইনে সাহায্যপ্রার্থী ৫০ জন, কমিউনিটি পুলিশ ৭৬ জন, রেস্টুরেন্ট শ্রমিক ৪৫ জন, অটো চালক ৪০ জন, বাস শ্রমিক ৫০ জন, সিএজি চালক ৬০ জন, মাইক্রোবাস শ্রমিক ৫০ জন, দুঃস্থ পরিবার ৯০ জন এবং প্রতিবন্ধী আছেন ১৪ জন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা যারা অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন, জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার নিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের যাতে কোন কষ্ট না হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মােহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ও সাংবাদিকবৃন্দ।
ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।
এর আগে ৪ দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পেশা শ্রেণীর দুই হাজার পরিবারকে ৫ কেজি করে চাল (ত্রাণ) দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply