চাঁদপুরে আরও ৫৩ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২০ আগস্ট শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ১১ জন, মতলব দক্ষিণে ১ জন, শাহরাস্তিতে ১২ জন, হাইমচরে ১২ জন, কচুয়ায় ১০ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৬৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৩ জন। ২০ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯০২ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২০ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৭৭ জন, হাইমচরে ৭৯৩ জন, মতলব উত্তরে ৮২৪ জন, মতলব দক্ষিণে ১২২০ জন, ফরিদগঞ্জে ১৫৩৩ জন, হাজীগঞ্জে ১৪২২ জন, কচুয়ায় ৭৫১ জন, শাহরাস্তিতে ১৫৪৫ জন।
মৃত ২২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৯৮৪ জনের। এর মধ্যে পজেটিভ ১৩ হাজার ৯৪৬ জন আর নেগেটিভ ৪১ হাজার ৩৮ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৪০ জন। এদের মধ্যে ৭৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৭৬৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply