চাঁদপুরে আরও ৫৫ জন করোনা আক্রান্ত, উপসর্গে ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে আরও ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ২৫ আগস্ট বুধবার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২২ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ১২ জন, শাহরাস্তিতে ৩ জন, হাইমচরে ৭ জন, মতলব দক্ষিণে ৩ জন, কচুয়ায় ৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ২৫১ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৬ জন। ২৫ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৯৯ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৫ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৮৬ জন, হাইমচরে ৮১৬ জন, মতলব উত্তরে ৮৬৫ জন, মতলব দক্ষিণে ১২৩৩ জন, ফরিদগঞ্জে ১৫৫৭ জন, হাজীগঞ্জে ১৪৫২ জন, কচুয়ায় ৭৭৩ জন, শাহরাস্তিতে ১৫৬৯ জন।
মৃত ২২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৭ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৬ হাজার ৬৭১ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ২৩২ জন আর নেগেটিভ ৪২ হাজার ৪৩৯ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২২৬ জন। এদের মধ্যে ৪৭ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১১৭৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।
এদিকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল জানান, বৃহস্পতিবার সদর হাসপাতালে করোনা উপসর্গে ৩ জন মারা যান।
করোনা আক্রান্ত মৃত তিনজন হলেন : হাজীগঞ্জের বলাখালের সখিনা বেগম (৫৫), সদর উপজেলার খলিসাডুলির জাহানারা বেগম (৬৫) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুরের ভূষণ সরকার (৮০)।

শেয়ার করুন

Leave a Reply