চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ১১৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১১৬ জনের করোনা সনাক্ত হয়েছে। ১০ জুলাই শনিবার ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪৯ জন, হাইমচরে ৪ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ৯ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ২ জন, শাহরাস্তিতে ৩৫ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ১৬৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩০ জন। ১০ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ১০০ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
১০ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯১০ জন, হাইমচরে ২৯১ জন, মতলব উত্তরে ৩৩৪ জন, মতলব দক্ষিণে ৫৩৯ জন, ফরিদগঞ্জে ৬৬৭ জন, হাজীগঞ্জে ৬১১ জন, কচুয়ায় ২২২ জন, শাহরাস্তিতে ৫৯২ জন।
মৃত ১৩০ জনের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, ফরিদগঞ্জে ২৩ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১২ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩২ জনের। এর মধ্যে পজেটিভ ৬ হাজার ১৪৭ জন আর নেগেটিভ ২৭ হাজার ৮৮৫ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৩৬ জন। এদের মধ্যে ৩৯ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৮৯৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply