চাঁদপুরে একদিনে ২২৯ জন আক্রান্ত, শাহরাস্তিতে মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে ২২৯ জনের করোনা সনাক্ত হয়ে নতুন রেকর্ড হয়েছে। ২৬ জুলাই সোমবার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২৯ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২৫ জন, মতলব দক্ষিণে ২০, মতলব উত্তরে ২ জন, কচুয়ায় ৩২ জন, হাইমচরে ১৯ জন শাহরাস্তিতে ৪৪ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৩৬৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬১ জন। ২৬ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৪১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৬ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭৫৬ জন, হাইমচরে ৩৮২ জন, মতলব উত্তরে ৪৩৯ জন, মতলব দক্ষিণে ৭০৭ জন, ফরিদগঞ্জে ৯৪৪ জন, হাজীগঞ্জে ৮৫৭ জন, কচুয়ায় ৩৩০ জন, শাহরাস্তিতে ৯৫১ জন।
মৃত ১৬১ জনের মধ্যে সদর উপজেলায় ৬০ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ২০ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ৯ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৪৪৭ জনের। এর মধ্যে পজেটিভ ৮ হাজার ৩৪৭ জন আর নেগেটিভ ৩১ হাজার ১০০ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০৪৬ জন। এদের মধ্যে ৬৮ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৯৯৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply