চাঁদপুরে একদিনে ২৪১ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে একদিনে ২৪১ জনের করোনা সনাক্ত হয়ে নতুন রেকর্ড হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৬৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৬ জন, মতলব দক্ষিণে ৩৪, মতলব উত্তরে ৭ জন, কচুয়ায় ১ জন, হাইমচরে ২৭ জন শাহরাস্তিতে ৫৮ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৬০৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬১ জন। ২৭ জুলাই পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৯৫ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৭ জুলাই পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৮২৩ জন, হাইমচরে ৪০৯ জন, মতলব উত্তরে ৪৪৬ জন, মতলব দক্ষিণে ৭৪১ জন, ফরিদগঞ্জে ৯৮৫ জন, হাজীগঞ্জে ৮৬৩ জন, কচুয়ায় ৩৩১ জন, শাহরাস্তিতে ১০০৯ জন।
মৃত ১৬১ জনের মধ্যে সদর উপজেলায় ৬০ জন, ফরিদগঞ্জে ২৬ জন, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ২০ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ৯ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১ জনের। এর মধ্যে পজেটিভ ৮ হাজার ৪৮৮ জন আর নেগেটিভ ৩১ হাজার ৪১৩ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৫১ জন। এদের মধ্যে ৮৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২২৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply