চাঁদপুরে একদিনে ৪১ জনের করোনা সনাক্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুরে আরও ৪১ জনের করোনা সনাক্ত হয়েছে। ২১ জুন সোমবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৬ জন, ফরিদগঞ্জে ১২ জন, মতলব দক্ষিণে ৩ জন, শাহরাস্তিতে ৮ জন, হাইমচরে ১ জন, এবং কচুয়ায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ১২৬ জন। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৪ জন। ২১ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭১ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২১ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩৮৮ জন, হাইমচরে ২৫১ জন, মতলব উত্তরে ২৯৯ জন, মতলব দক্ষিণে ৪৬১ জন, ফরিদগঞ্জে ৫৮৩ জন, হাজীগঞ্জে ৫০৯ জন, কচুয়ায় ১৭৪ জন এবং শাহরাস্তিতে ৪৬৭ জন।
মৃত ১২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ১১৬ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৯৮৪ জনের। এর মধ্যে পজেটিভ ৫ হাজার ৭২ জন আর নেগেটিভ ২৫ হাজার ৯১২ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এদের মধ্যে ১৩ জন হাসপাতালের আইসোলেশনে এবং ২৮৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply