চাঁদপুরে একদিনে ৫৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ২০

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় একদিনে ৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে ৫৮ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০১ জন। এর মধ্যে গত ২ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২০ জন। সব মিলে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০৪ জন। মারা গেছেন ৬৫ জন।
৬ জুলাই সোমবার  সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৫৭টি। এর মধ্যে পজিটিভ ৫৮ এবং নেগিটিভ ৯৯টি।
নতুন করে আক্রান্ত ৫৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন, হাইমচরে ২ জন, মতল উত্তরে ৩ জন, মতলব দক্ষিণে ৯ জন, ফরিদগঞ্জে ১১ জন (মৃত-২), হাজীগঞ্জে ৩ জন, কুচয়া ৪ জন, শাহরাস্তি ৪ জন।
পজিটিভ রিপোর্টের মধ্যে ২ জন মৃত রয়েছেন। তারা হলেন : ফরিদগঞ্জ উপজেলার নুরুল ইসলাম মিজি (৭১) ও আবু তাহের (৬০)। তারা দু’জন ৩ জুলাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫ জন, মতলব উত্তরে ১ জন, শাহরাস্তিতে ১ জন, হাইমচরে ১ জন, কচুয়ায় ২ জন এবং ফরিদগঞ্জের ২ জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০১জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৩৯, হাইমচরে ৭৯, মতলব উত্তরে ৭৩, মতলব দক্ষিণে ১২৫, ফরিদগঞ্জ ১২১, হাজীগঞ্জ ১১১, কচুয়া ৫০ ও শাহরাস্তিতে ১১৯জন।
জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

শেয়ার করুন

Leave a Reply