চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১১ জনে

ইব্রাহীম রনি :

চাঁদপুরে আরও ৩ করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল ১৮ জুন বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। নতুন তিনজনই সদর উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলে ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মৃত ৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৬ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ জানান, ১৮ জুন ৭ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩ জন পজেটিভ। এ তিনজনই সদর উপজেলার। এর মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আর একজন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮২ জন, হাইমচরে ৩৩ জন, মতলব উত্তরে ২৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫৬ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬২, শাহরাস্তি উপজেলায় ৬৩ জন, কচুয়া উপজেলায় ২৮ জন।
আক্রান্তদের মধ্যে জেলায় মারা গেছেন সদর উপজেলায় ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ১ জন।
সিভিল সার্জন জানান, জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৫০৫ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৬৯৮ জনের। এখনো পেন্ডিং রয়েছে ৮০৭ জনের রিপোর্ট।

শেয়ার করুন

Leave a Reply