চাঁদপুরে করোনা আক্রান্ত আরও ২১ জন, সুস্থ ১৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলায় আরও ২১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। ১৪ আগস্ট শুক্রবার চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ পিসিআর ল্যাব থেকে ১১৬ জনের নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়। এতে ২১ জনের রিপোর্ট পজেটিভ আসে। আর নেগেটিভ আসে ৯৫ জনের রিপোর্ট। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৯৯৫ জন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮০ জন।
গতকাল ১৪ আগস্ট নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, ফরিদগঞ্জে ৭ জন, মতলব দক্ষিণে ২ জন, শাহরাস্তিতে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ৭৮৯, হাইমচরে ১২৯, মতলব উত্তরে ১৬১, মতলব দক্ষিণে ২১২, ফরিদগঞ্জে ২২৯ জন, হাজীগঞ্জে ১৮৭, কচুয়া ৭৯ ও শাহরাস্তি ১৯৯ জন।
এর মধ্যে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭৫ জন। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জে ১০, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তি ৭, কচুয়া উপজেলায় ৬, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলা থেকে সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৭৩০ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭ হাজার ৬৯৪ জনের।
সিভিল সার্জন জানান, ১৪ আগস্ট নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। তাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ৬ জন, ফরিদগঞ্জের ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন, হাজীগঞ্জে ২ জন এবং হাইমচরে ১ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আইসোলেশনে ভর্তি হয়েছেন ৭৩৪ জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৯৪ জন। বর্তমানে করোনা আক্রান্ত ৩৪ জনসহ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ২০১ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ১৯৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৬ জন।

শেয়ার করুন

Leave a Reply