চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২২৩ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ১২৩ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৮৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২১ আগস্ট শনিবার ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৩ জন, ফরিদগঞ্জে ১৩ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ১১ জন, শাহরাস্তিতে ২ জন, হাইমচরে ১ জন, কচুয়ায় ৮ জন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২৩ জন। ২১ আগস্ট পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ১২৩ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২১ আগস্ট পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯১০ জন, হাইমচরে ৭৯৪ জন, মতলব উত্তরে ৮৩৫ জন, মতলব দক্ষিণে ১২২০ জন, ফরিদগঞ্জে ১৫৪৬ জন, হাজীগঞ্জে ১৪২৪ জন, কচুয়ায় ৭৫৯ জন, শাহরাস্তিতে ১৫৪৭ জন।
মৃত ২২৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, ফরিদগঞ্জে ৩৪ জন, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ২৯ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৬ জন, হাইমচরে ৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ৩৩৭ জনের। এর মধ্যে পজেটিভ ১৪ হাজার ১৬ জন আর নেগেটিভ ৪১ হাজার ৩২১ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬৮৯ জন। এদের মধ্যে ৮০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ১৬০৯ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply