চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে, মৃত ৫৯

ইব্রাহীম রনি :
চাঁদপুরে আরও ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ২ জন, মতলব উত্তরের ৩ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫ জন, হাইমচর উপজেলায় ৩ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়া উপজেলায় ৩ জন।
১ জুলাই বুধবার জেলায় আসা ১৬৩ জনের রিপোর্টের মধ্যে এই ৪৫ জন পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৮ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, শহরে মৃত ২ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হচ্ছেন : মমিনপাড়ার আমানুল্লাহ ও মিশন রোড এলাকার নান্নু মিজি।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩৫২ জন, হাইমচর উপজেলায় ৭৩ জন, মতলব উত্তর উপজেলায় ৬৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০১ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৮৯ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯০ জন, কচুয়া উপজেলায় ৪৩ জন, শাহরাস্তি উপজেলায় ১০১ জন।
মৃত ৫৯ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ২ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৬৭২ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ২৬৭ জনের। পেন্ডিং আছে ৪০৫ জনের রিপোর্ট।
তিনি জানান, ১ জুলাই নতুন করে আরও ২৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে হাইমচরের ২১ জন, শাহরাস্তির ৭ জন এবং হাজীগঞ্জের ১ জন সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৮ জন।

শেয়ার করুন

Leave a Reply