চাঁদপুরে করোনা আক্রান্ত ৯৭২, সুস্থ ৩৩২ জন

ইব্রাহীম রনি :
চাঁদপুরে আরও ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৯ জন, মতলব দক্ষিণ উপজেলায় মৃত একজনসহ ৬ জন, হাইমচর উপজেলায় ২ জন।
২ জুলাই বৃহস্পতিবার জেলায় আসা ৮৮ জনের রিপোর্টের মধ্যে এই ৫৩ জন পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯৭২ জন। এর মধ্যে মারা গেছেন ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩২ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩৮৩ জন, হাইমচর উপজেলায় ৭৫ জন, মতলব উত্তর উপজেলায় ৬৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০৭ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১০০ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯৫ জন, কচুয়া উপজেলায় ৪৩ জন, শাহরাস্তি উপজেলায় ১০১ জন।
মৃত ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৬৭২ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৩৫৫ জনের। পেন্ডিং আছে ৩১৭ জনের রিপোর্ট।
তিনি জানান, ২ জুলাই নতুন করে আরও ৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জের ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন, সদর উপজেলায় ৪ জন সুস্থ হওয়ার তালিকায় যুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩২ জন।

শেয়ার করুন

Leave a Reply