চাঁদপুরে করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত করোনা উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন চাঁদপুর শহরের গুণরাজদী এলাকার মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭), গুয়াখোলা এলাকার জয়দল (৬৩), চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিগঞ্জের দিবাকর (৭৩)। চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডের মো. মোফাজ্জল হোসেন পাটওয়ারী (৮০) গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেয়ার পথে গত রাতে মারা যান। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের আব্দুল মোমেন (৫৮), হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের আবুল বাসার (৭৫), মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি গ্রামের মো. জামান (১২)। মৃতদের স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানিয়েছেন, পৌরসভার ১৪নং ওয়ার্ডের মো. মোফাজ্জল হোসেন পাটোয়ারীকে গত রাতে ঢাকা নেয়ার পথে মারা যান। পরবর্তীতে শুক্রবার সকাল সাড়ে ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করেন স্বেচ্ছাসেবক টিম।
এদিকে চাঁদপুরে একদিনে ৭২ জনের করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার জেলায় ২৭৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে করোনা পজেটিভ ৭২ জন। এর মধ্যে মৃত ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলা মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫ জনে। আর মোট মৃত ২৯ জন।
চাঁদপুরের সিভির সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় মৃত ২ জনসহ ২০ জন, হাজীগঞ্জ উপজেলায় মৃত ২ জনসহ ১৭ জন, হাইমচরে ৫ জন, শাহরাস্তিতে ১১ জন, ফরিদগঞ্জে ৪ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৭ জন, মতলব উত্তর উপজেলায় ৩ জন এবং কচুয়া উপজেলায় ৫ জন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply