চাঁদপুরে দাখিলে পাসের হার ৯২, ভোকেশনালে ৮৯.৬৪%

দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন, ভোকেশনালে ১১০
ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় এবার দাখিল পরীক্ষায় ৭ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৮৭৮ জন। পাসের শতকরা ৯২ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৫ জন পরীক্ষার্থী। আর ভোকেশনালে ১ হাজার ৪২৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৮১ জন। পাসের হার ৮৯.৬৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ১১০ জন পরীক্ষার্থী।
গতকাল ৩১ মে প্রকাশিত জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, এবার দাখিল পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলায় অংশ নেয়া ১ হাজার ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৫৯ জন। পাসের হার ৯৮.৩৩ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন।
ফরিদগঞ্জ উপজেলায় ১৮৭১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭২৩ জন পাস করেছে। পাসের হার ৯২.০৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন।
হাজীগঞ্জ উপজেলায় ১০৪৭ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬৮ জন পাস করেছে। পাসের হার ৬২.৯০ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন।
মতলব দক্ষিণে ৬৪৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪৮ জন পাস করেছে। পাসের হার ৮৪.৫৬ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৭ জন।
মতলব উত্তরে ৩৯৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩২ জন পাস করেছে। পাসের হার ৮৬ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৩ জন।
কচুয়া উপজেলায় ১৪৭৪ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪২৫ জন পাস করেছে। পাসের হার ৯৮.৫১ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।
শাহরাস্তি উপজেলায় ৬৫৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৫ জন পাস করেছে। পাসের হার ৯৪.৯৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।
হাইমচর উপজেলায় ৩০২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯৮ জন পাস করেছে। পাসের হার ৯৮.৬৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৪ জন।
ভোকেশনাল :
জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, ভোকেশনাল পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলায় অংশ নেয়া ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৩ জন। পাসের হার ৬২.৭৮ ভাগ। জিপিএ-৫ নাই।
ফরিদগঞ্জ উপজেলায় অংশ নেয়া ২৩১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৬ জন। পাসের হার ৮১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০৮ জন।
হাজীগঞ্জ উপজেলায় অংশ নেয়া ২৮৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭৮ জন। পাসের হার ৯৭.২০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
মতলব দক্ষিণে অংশ নেয়া ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৫ জন। পাসের হার শতকরা শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
মতলব উত্তর অংশ নেয়া ১৭৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬১ জন। পাসের হার ৮১.৬৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
কচুয়া উপজেলায় অংশ নেয়া ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৯ জন। পাসের হার ৯৬.৩৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।
শাহরাস্তি উপজেলায় অংশ নেয়া ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮ জন। পাসের হার ৯৮.৮৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০১ জন।
হাইমচর উপজেলায় অংশ নেয়া ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩১ জন। পাসের হার ৯৭.৭৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

শেয়ার করুন

Leave a Reply