চাঁদপুরে দু’দিনে ১২০ জন করোনা আক্রান্ত

ইব্রাহীম রনি :
চাঁদপুর জেলায় গত দু’ দিনে ১২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২ জুন শুক্রবার করোনা সনাক্ত হন ৭১ জন এবং গতকাল ১৩ জুন সনাক্ত হন ৪৯ জন। এ নিয়ে জেলা মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪১৩ জন। সনাক্তদের মধ্যে গত দু দিনে মৃতের তালিকায় যোগ হয়েছেন আরও ৭ জন। এ পর্যন্ত জেলা ৩২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় ১৩ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ জন।
স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, ১২ জুন শুক্রবার জেলায় ২৭৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে সর্বোচ্চ ৭১ জন করোনা পজেটিভ সনাক্ত হন। এর মধ্যে মৃত ছিলেন ৪ জন। শুক্রবার আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর ২০, হাজীগঞ্জ ১৭, হাইমচর ৫, শাহরাস্তি ১১, ফরিদগঞ্জ ৪, মতলব দক্ষিণ ৭, মতলব উত্তর ৩ এবং কচুয়ায় ৪ জন।
আর গতকাল শনিবার জেলায় ৯৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজেটিভ ৪৯ জন। এর মধ্যে মৃত ৩ জন করোনা আক্রান্ত ছিলেন। শনিবার প্রাপ্ত রিপোর্টে আক্রান্তদের মধ্যে হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ১ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৩ জন।
১৩ জুন শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৯৫০ জনের। পোর্ট পাওয়া গেছে ২ হাজার ৪৯০ জনের। এর মধ্যে করোনা আক্রান্ত ৪১৩ জন। এখনো রিপোর্ট পেন্ডিং আছে ৪৬০ জনের।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮ জন, মতলব উত্তরে ১৯ জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাইমচরে ২৫ জন, হাজীগঞ্জে ৪৯ জন, কচুয়ায় ২৮ জন এবং শাহরাস্তিতে ৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৭ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ১ জন।
জেলায় আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০১ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে ১৮ জন, ঢাকায় পাঠানো হয়েছে ৪ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৭৯ জন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বলেন, আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে।

শেয়ার করুন

Leave a Reply