চাঁদপুরে দু’ দিনে আরও ৩৯ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৬৮ জন। শুক্রবার দিনে সংগ্রহ করা ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর আগে বৃহস্পতিবার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা সনাক্ত হয়। এছাড়া বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১৮ জন। ৬ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৮৯ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৬ মে বৃহস্পতিবার করোনা সনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ১৬ জন, শাহরাস্তিতে ৫ জন, হাজীগঞ্জে ৩ জন, ফরিদগঞ্জে ৪ জন এবং মতলব দক্ষিণে ১ জন। আর শুক্রবার ৭ এপ্রিল করোনা সনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাজীগঞ্জে ৩ জন, ফরিদগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ১ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, ৬ মে পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২০০৩ জন, হাইমচরে ২১৮ জন, মতলব উত্তরে ২৮৩ জন, মতলব দক্ষিণে ৩৯১ জন, ফরিদগঞ্জে ৪৭৩ জন, হাজীগঞ্জে ৪২৭ জন, কচুয়ায় ১৫৯ জন এবং শাহরাস্তিতে ৩৯০ জন।
মৃত ১১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪৫ জন, ফরিদগঞ্জে ১৬ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ২২৯ জনের, রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৮২ জনের। এর মধ্যে পজেটিভ ৪ হাজার ২৮৬ জন আর নেগেটিভ ২১ হাজার ৭৯৬ জনের রিপোর্ট। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৮ জন। এদের মধ্যে ১৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৮৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।