চাঁদপুরে দু’ দিনে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

  • নিজস্ব প্রতিবেদক :
    চাঁদপুরে শুক্রবার ১১ জন এবং শনিবার আরো ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। সিভিল সার্জন এ তথ্য জানিয়েছেন।
    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
    সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭৬১ জন, হাইমচরে ২০৩ জন, মতলব উত্তরে ২৬৪ জন, মতলব দক্ষিণে ৩৫৯ জন, ফরিদগঞ্জে ৪০১ জন, হাজীগঞ্জে ৩৫১ জন, কচুয়ায় ১৩৩ জন, শাহরাস্তিতে ৩০৯ জন।
    জেলায় মৃত ১০৪ জনের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৮ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন এবং হাইমচরে ২ জন।
    স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা আক্রান্তদের মধ্যে ৬০১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে রয়েছেন ২০ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫৮১ জন।
    সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধে লকডাউন নির্দেশনা মেনে চলতে হবে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। মাস্ক ব্যবহার করতে হবে। কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে।
শেয়ার করুন

Leave a Reply