চাঁদপুরে দু’ দিনে ৬৯ জনের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে দু দিনে আরও ৬৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জুন শুক্রবার ৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন এবং শনিবার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের রিপোর্ট পজেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৫ জুন ৯১ টি নমুনার মধ্যে চাঁদপুরে ২৯টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। সনাক্তের হার ৩১.৮%। এর মধ্যে চাঁদপুর সদরে ১৭ জন, মতলব দক্ষিণে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন, ফরিদগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন এবং লক্ষ্মিীপুরে ১ জন।
আর গতকাল ২৬ জুন ১৪৮ টি নমুনার মধ্যে চাঁদপুরে ৪০ টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, মতলব দক্ষিণে ২ জন, হাজীগঞ্জে ২ জন, ফরিদগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ২ জন এবং হাইমচরে ৪ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৮৩ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৫ জন। ২৫ জুন পর্যন্ত আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩৮ জন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
মৃত ১২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, ফরিদগঞ্জে ২০ জন, হাজীগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ৯ জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৬ জন, হাইমচরে ৩ জন।

শেয়ার করুন

Leave a Reply